‘আমার হল আমার বাড়ি, পরিচ্ছন্ন আবাস গড়ি’ প্রতিপাদ্য নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শের-ই বাংলা ফজলুল হক হলে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে হল প্রশাসন। শুক্রবার (২৮ অক্টোবর) সকালে হল প্রাধ্যক্ষ ড. মো. হাবিবুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
দুই ঘণ্টাব্যাপী এই অভিযানে হলের ফুলবাগানের সৌন্দর্য বর্ধন, বাস্কেটবল প্লে-গ্রাউন্ড, ফুটবল মাঠ, শহীদ মোহাম্মদ আলী খান কবরস্থান প্রাঙ্গণ, রিডিং রুম, বারান্দা ও রেলিং পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়।
অভিযান সম্পর্কে ড. হাবিবুর রহমান বলেন, অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে আমি সাধুবাদ জানাই। অভিযানে অংশ নেওয়া সকলকে ‘গ্রিন কমিউনিটি লিডার’ এওয়ার্ডসহ সনদপত্র প্রদান করা হবে।
এধরণের স্বেচ্ছাসেবী অভিযানের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নিজেদের ছাত্রত্বসুলভ দায়িত্ববোধ তৈরির পাশাপাশি তাদের সচেতনতা ও দেশপ্রেমও অধিকতরভাবে জাগ্রত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এসময় শের-ই বাংলা হলের আবাসিক শিক্ষক এস.এম সানজিদ রহমান, কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।