২০২৩ সালের ডিসেম্বর মাসটা এসেছে বোধহয় জবি মার্কেটিং বিভাগকে রঙ্গিন করার জন্য।শিক্ষকদের সফল্য  আর অর্জনে সর্বত্র জবি মার্কেটিং বিভাগের জয়জয়কার।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার(কোষাধ্যক্ষ) পদে নিয়োগ পেয়েছেন জবি মার্কেটিং বিভাগের অধ্যাপক ড.মো.হুমায়ুন কবীর চৌধুরী।মঙ্গলবার (৫ ডিসেম্বর ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিশ্ববিদ্যালয়-২ অধিশাখা থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর চৌধুরীকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে চার বছরের জন্য নিয়োগ দেয়া হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মার্কেটিং বিভাগের অধ্যাপক এবং নবনিযুক্ত চেয়ারম্যান মো. জহির উদ্দিন আরিফ যুক্তরাজ্যের লন্ডন স্কুল অফ ডিজিটাল বিজনেস থেকে “বেস্ট ফ্যাকাল্টি অব দি ইয়ার” ক্যাটাগরিতে লন্ডন স্কুল অফ ডিজিটাল বিজনেস (এলএসডিবি) রিজিওনাল এডুকেশন অ্যাওয়ার্ড (এলআরইএ অ্যাওয়ার্ড ২০২৩) অর্জন করেছেন। এই বছরে বিশ্বের ৩২ টি দেশের শিক্ষাবিদ ও গবেষকরা বিভিন্ন বিভাগে এলআরইএ অ্যাওয়ার্ড ২০২৩ অর্জন করেছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের  শিক্ষক সমিতির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জবি মার্কেটিং বিভাগের  অধ্যাপক ড. মোহাম্মদ জাকির হোসেন। মঙ্গলবার (১৯ ডিসেম্বর)জবি শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়।নির্বাচনে ২৫৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ জাকির হোসেন।

এছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচনে সদস্য পদ লাভ করেন জবি মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল্লাহ মাহফুজ।

জবি মার্কেটিং ক্লাবের সভাপতি রাশেদ আহমেদ বলেন, মার্কেটিং বিভাগে পা রেখেই আমরা শ্রদ্ধেয় ড. হুমায়ুন কবীর স্যারকে চেয়ারম্যান হিসাবে পেয়েছিলাম। তিনি অত্যন্ত জ্ঞানী, বিচক্ষন এবং ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হিসাবে নিয়োগ পাওয়ায় আমি ব্যক্তিগত ভাবে খুবই উচ্ছ্বসিত এবং আনন্দিত। আমাদের বিভাগের সদ্য নিয়োগ প্রাপ্ত বর্তমান চেয়ারম্যান মো: জহির উদ্দিন আরিফ স্যার কিছুদিন আগেই বেস্ট ফ্যাকাল্টি এওয়ার্ড পেয়েছেন লন্ডন স্কুল অফ ডিজিটাল বিজনেস থেকে যা আমাদের বিভাগ এবং বিভাগের সকল ছাত্রছাত্রীদের জন্য একটি বড় অর্জন। স্যারের দৃঢ় নেতৃত্বে এগিয়ে যাবে মার্কেটিং বিভাগ এই প্রত্যাশা করছি।সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি পদে বিজয় অর্জন করছেন আমাদের সকলের প্রিয় ড. মো: জাকির হোসেন স্যার এবং সদস্য পদে নির্বাচিত হয়েছেন আমাদের প্রিয় ড. মোহাম্মদ আবদুল্লাহ মাহফুজ স্যার। স্যারদের এই বিজয় আমাদের বিভাগের সকল ছাত্রছাত্রীদের বিজয়।