জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের আয়োজনে প্রকাশিত হয়েছে বঙ্গবন্ধুর জীবনাদর্শকে তুলে ধরার একটি স্মারক গ্রন্থ ‘জীবন রসায়নে বঙ্গবন্ধু ‘। রবিবার (২৯/০৫/২২) তারিখে লেখকদের হাথে একটু আনুষ্ঠানিক আয়োজনের মাধ্যমে তুলে দেওয়া হয়েছে।
‘জীবন রসায়নে বঙ্গবন্ধু ‘ স্মারক গ্রন্থটির জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মোড়ক উন্মোচিত হয়েছে মুজিববর্ষের শেষ দিনে।
বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড ইমদাদুল হক, ট্রেজারার অধ্যাপক ড কামালউদ্দিন আহমদ সহ সংশ্লিষ্ট সকলের উপস্থিতিতে এ গ্রন্থের মোড়ক উন্মোচিত হয়েছিলো।
বর্তমান সময়ে এ স্মারক গ্রন্থ লেখকদের হাতে তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড শামছুন নাহার, অধ্যাপক ড মোঃ শাহজাহান, অধ্যাপক ড এ.কে.এম লুৎফর রহমান সহ বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
গ্রন্থ হস্তান্তরের পূর্বে বাংলাদেশ গড়ার কারিগর বঙ্গবন্ধুর জীবনদর্শন নিয়ে আলোচনা করা হয়। প্রকাশনার বিভিন্ন বিষয়াদি তুলে ধরা হয় এবং লেখকদের অনুভূতি জানা হয়।
রসায়ন বিভাগের এ আয়োজন বঙ্গবন্ধুর আদর্শকে হৃদয়ে প্রস্ফুটিত করে রাখার এক অনন্য নিদর্শন হয়ে থাকবে। এমন প্রত্যাশা ব্যক্ত করেই অনুষ্ঠান সমাপন হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।