গ্রাম বাংলা সবুজে সবুজে সমাহার,
প্রকৃতি শান্ত ভাবে চলে একাকার।

গ্রাম বাংলায় মাঠের পর মাঠ চলেছে,
ভিন্ন ভিন্ন ফসলের বেশ চাষ চলেছে।

চাষী ভাই মাঠে যায় ফসলের কাজে
কৃষাণী ভাত রেঁধে নিয়ে যায় সাজে।

মাঝি ভাই সুর তোলে ভাটিয়ালি গানে,
রাখাল বসে বাজায় বাঁশি হৃদয়ের টানে।

সাঁঝের বেলা,বাঁশ বাগানে কতশত পাখি
ঝাঁকে ঝাঁকে এসে সবে করে ডাকাডাকি।

জোছনা রাতে ফুল ফুটে মন ভরে গন্ধে,
দোয়েল ডাকে ভোর রাতে ফিরে আয় ছন্দে।