সম্প্রীতির আহ্বান

বিপুল চন্দ্র রায়

কে ধনী কে গরীব ভেদাভেদ

থাকবেনা পূজোর দিনে।

কে ধনী কে গরীব ভুলে

বাঁধিব স্নেহের করিডোরে।

পূজোর দিনে মিলে-মিশে

ভাসি যেন আনন্দ উল্লাসে।

এক হয়ে করবো পূজো

গড়বো সেবা সাম্য সম্প্রীতি।

এসো সবাই ভাই _

আমরা সুন্দর সমাজ গড়ি।

এসো সবাই ভাই _

আমরা সুন্দর পৃথিবী গড়ি।