ব্যভিচারী অনুরাগ                                                                                                                    বাসব রায়


দম বন্ধ হওয়া গুমোট মেঘের আকাশ
কখনও বাতাসেও দম বন্ধ হয়
একটা ঝড় আসবে বলেই এতোটা প্রস্তুতি
সাজ সাজ রব কেমন চারপাশ
সেদিনের তরতাজা আদর্শ এখন মুমূর্ষু
ভাঙাঘরের মিষ্টি চাঁদ একেবারেই নিষ্প্রভ
বন্ধু হওয়া মেঘগুলো ঝড় হয়ে আসে
খড়কুটো হয়ে ভেসে যাই শেষ ঠিকানার আকাশে – ;
দম বন্ধ হওয়া গুমোট মেঘের
ওপারে আমার বাড়ি যেখানে
ব্যভিচারী অনুরাগ দ্রোহের আগুনে
পোড়ে আর পোড়ায়