খোকার প্রশ্ন মাকে
                                                  চিত্তরঞ্জন সাহা চিতু

দেশটা এলো কেমন করে খোকার প্রশ্ন মাকে,
একাত্তরের সেই কাহিনী বলতে যে মা থাকে।
বঙ্গবন্ধুর বজ্র ডাকে আসলো নতুন ঢেউ,
অস্ত্র হাতে ছুটলো সবাই চুপ থাকেনি কেউ।
এদেশ স্বাধীন  করতে হবে বঙ্গবন্ধুর ডাক,
ঠাই হবে না এদেশে আর শত্রু নিপাত যাক।
যুদ্ধ  করে ন’মাস ধরে বীর বাঙালির ছেলে,
দেশটা স্বাধীন করলো তারা রক্তে সাতার খেলে।
লাল সবুজের ঐ পতাকা আজকে দেশে ওড়ে,
খুশির জোয়ার আসলো বয়ে এই বাঙালির ঘরে।
খোকা বলে নতুন করে এসো শপথ করি,
বিভেদ ভুলে আমরা এবার এদেশটাকে গড়ি।