খোকার প্রশ্ন মাকে
চিত্তরঞ্জন সাহা চিতু
দেশটা এলো কেমন করে খোকার প্রশ্ন মাকে,
একাত্তরের সেই কাহিনী বলতে যে মা থাকে।
বঙ্গবন্ধুর বজ্র ডাকে আসলো নতুন ঢেউ,
অস্ত্র হাতে ছুটলো সবাই চুপ থাকেনি কেউ।
এদেশ স্বাধীন করতে হবে বঙ্গবন্ধুর ডাক,
ঠাই হবে না এদেশে আর শত্রু নিপাত যাক।
যুদ্ধ করে ন’মাস ধরে বীর বাঙালির ছেলে,
দেশটা স্বাধীন করলো তারা রক্তে সাতার খেলে।
লাল সবুজের ঐ পতাকা আজকে দেশে ওড়ে,
খুশির জোয়ার আসলো বয়ে এই বাঙালির ঘরে।
খোকা বলে নতুন করে এসো শপথ করি,
বিভেদ ভুলে আমরা এবার এদেশটাকে গড়ি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।