দেশের জ্ঞানী শেষ 
মো: মামুন মোল্যা



গত ছিল পেটে খোদা কাজে গেছে দিন,
লেখা পড়া সাধ ছিল ঘরে ছিল ঋণ।
মূর্খ ছিল ঘরে ঘরে নীতি ছিল ভালো,
ভালো মন্দ বুঝে তারা দেশ করে আলো।
বর্তমানে টিভি ডিশ এসে গেছে ঘরে,
লেখা-পড়া করে কিছু বাকি গেছে ঝরে।
তার পরে এসে গেছে ঘরে ঘরে ফোন,
অ-বয়সে প্রেমে পড়ে লেখা পড়া ঠন।
তার পরে এসে গেছে ফেসবুক ঘরে,
লেখা-পড়া ছেড়ে তারা সময় নষ্ট করে।
তার পরে এসে গেছে গুগলের ঘর,
পর্নোপ্রাফি দেখে দেখে প্রাণ করে পার।
তার পরে এলো সুরা খেয়ে খেয়ে টাল,
লেখা-পড়া ছেড়ে এরা করবে কি বাল?