কিছু নেই
বিল্লাল হোসাইন
আগের মত আর কিছু নেই।
পাড়ার খেলার সাথীদের নিয়ে কত কিযে খেলতাম
গোল্লা ছুট,বউছি,লুকোচুরি, আর হামাগুরি দিতাম
মায়ের গালি, বাবার ঝারি, কখন বা মার খেতাম।
বই ছিরতাম, বই দাগাতাম, বইয়ের ক্যামেরা বানাতাম
কলম কামরাতাম, কলম দিয়ে মারতাম
কলম দিয়ে টেবিলে মোরা কেরাম খেলতাম।
আগের মত আর কিছু নেই।
গোসলের আগে খেলতাম গোসলের পরে খেলতাম
গোসল করতে গিয়ে পুকুরের তল থেকে মাটি তোলা খেলতাম
মাঝে মাঝে পুকুর মালিকের বকা খেতাম।
আগের মত আর কিছু নেই।
কত বর সেজেছি, কত বউ পেয়েছি, কত কিযে হতাম
ছেলে, মেয়ে দিয়ে ভরপুর থাকতো আমি বাবা হতাম
বালু বানাতাম চাল আর ইটের গুরা হলুদ বানাতাম ।
আগের মত আর কিছু নেই।
কচুরি পানা দিয়ে চিংড়ি মাছ বানাতাম
পানি আর ইটের গুরা দিয়ে ডাল বানাতাম
বউ,সন্তান নিয়ে কলা পাতায় ভাত নিয়ে কলকলাতাম।
আগের মত আর কিছু নেই।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।