প্রকৃত ভালোবাসা

বিপুল চন্দ্র রায়

ভালোবেসে জনসম্মুখে

আকাশ বাতাস নদ নদী

সাক্ষী রেখে বাঁধবে ঘর।

কিছুদিন সম্পর্ক ভালোই যাবে

তারপর_জীবনে বয়ে যাবে,

কাল বৈশাখী ঝড় দুঃখের ঝড়

কষ্টের ঝড় কথার ঝড়।

এসব প্রতিকূলতা পেরিয়ে

যে জন জনম জনমে

বাঁধবে জীবন জীবনকে

সে জন প্রকৃত সংসারী।

ওরাই খাঁটি প্রেমিক প্রেমিকা,

ওরাই প্রকৃত ভালোবেসে সুখী,

ওরাই শাশ্বত চিরন্তন অমর।