রাকিব রিফাত, ইবি প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল।
রোববার (১০ সেপ্টেম্বর) বাদ যোহর বিশ্ববিদ্যালয় সংলগ্ন শেখপাড়া বাজার এলাকায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ইউট্যাবের সভাপতি প্রফেসর ড. তোজাম্মেল হোসেন, সদস্য প্রফেসর ড. রফিকুল ইসলাম, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহমেদ, যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ, রোকন উদ্দীন, সালাউদ্দীন রানা, আহবায়ক কমিটির সদস্য রাফিজ আহমেদ, নুর উদ্দিন, মিঠুন, তরীকুল ইসলাম, সৌরভ, রোকন, রনি, তামিম, সৌরভ, সাক্ষর, তৌহিদ, পুলকসহ প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।