শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত (সিলেট) শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলা ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের স্বেচ্ছাচারীতার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।

সোমবার (১৭ জানুয়ারি) বেলা ১১টায় ববির মূল ফটকে এ বিক্ষোভ সমাবেশ হয়।

বিক্ষোভে ববির একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী এ কে আরাফাত বলেন, ‌‘একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর উপর ন্যাক্কারজনক হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। স্বাধীন দেশে নির্বিচারে পুলিশ দেশের সম্পদের (শিক্ষার্থী) ওপর কীভাবে গুলি চালায়, তা বোধগম্য নয়। অচিরেই এরসঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও শাবিপ্রবির উপাচার্যের পদত্যাগের দাবি জানাচ্ছি।’

মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী সুজয় শুভ বলেন, ‘সর্বোচ্চ বিদ্যাপীঠে পেটুয়া বাহিনী মিলে এ ধরনের নৃশংস হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যেকোনো বিশ্ববিদ্যালয়ে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ও অমানবিক নির্যাতন করলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময় পাশে থাকবে ও প্রতিবাদ জানাবে।’

পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী সুজন মাহমুদ বলেন, ‘সাস্টে (শাবিপ্রবি) আমাদের ভাই বোনদের উপর যে বর্বরোচিত হামলা করা হয়েছে, তা ইতিহাসে বিরল। শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনকে পণ্ড করার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এই ন্যাক্কারজনক হামলা। এই দেশ কারো বাপের নয়, এই দেশ কোনো ভিসির নয়। তাই আমরা অনতিবিলম্বে শাবিপ্রবি ভিসির বহিষ্কার চাচ্ছি।’

বিক্ষোভ সমাবেশ সঞ্চলা করেন মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী আলিসা মুনতাজ।

সাথী