দেশের ব্যান্ড মিউজিকে সেরা তারকা জেমস। তার পরিবেশনা মানেই দর্শক-শ্রোতা মহলে উন্মাদনা, উচ্ছ্বাসের জোয়ার। তাই ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলা গানের এই রকস্টার বাগেরহাট মাতাবেন। এই দিন শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে বিকাল চারটায় গাইবেন তিনি। বাগেরহাটে জেমসের এটাই প্রথম কনসার্ট।
শুধু জেমস নয়, এই কনসার্টে আরও মঞ্চ মাতাবেন চিরকুটের শারমিন সুলতানা সুমি, কুষ্টিয়ার লালন অ্যাকাডেমির সদস্যরা। এতে দেখা যাবে চিত্রনায়ক নিরব হোসাইন ও চিত্রনায়িকা পূর্ণিমা, বিদ্যা সিনহা মিম। এ প্রসঙ্গে বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন জানান,
কনসার্ট আয়োজনের জন্য আমরা সব ধরণের প্রস্তুুতি সম্পন্ন করেছি। আজ লক্ষাধিক লোকের সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে। কনসার্টে আসা শিল্পি, কলা-কুশলী ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের পাশাপাশি আমাদের দলীয় স্বেচ্ছাসেবকরা থাকবেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।