কিংবদন্তি সংগীতশিল্পী ও সুরকার বাপ্পি লাহিড়ী শেষকৃত্য গতকাল বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সম্পন্ন হয়েছে। তিনি শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন।

প্রথমে জানা যায়, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার (ঘুমের ব্যাঘাত ঘটায়) কারণে এই প্রখ্যাত সঙ্গগীতশিল্পীর মৃত্যু হয়েছে। পরে শেষকৃত্য অনুষ্ঠানের দিন তার মেয়ের জামাই গোবিন বনসল দিলেন অজানা তথ্য।

দেশটির সংবাদমাধ্যমকে বাপ্পি লাহিড়ীর জামাতা বলেন, ‘ওই দিন রাত সাড়ে ৮টা নাগাদ ডিনার করেন তিনি, প্রায় আধা ঘণ্টা ধরে খাবার খান। তারপর আচমকাই হার্ট অ্যাটাক হয়, পালস পড়তে থাকে। সঙ্গে সঙ্গে আমি হাসপাতালে ছুটে যাই; রাত ১১টা ৪৫ মিনিটে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।’

 

কলমকথা/বিসুলতানা