যশোর মণিরামপুর উপজেলার ১৭ নং মনোহরপুরের কৃতি সন্তান জসীম পারভেজ। তাকে নিয়ে দূটি কথা না বললেই নয়। সে ২০০০ সালে জাতীয় শিক্ষা সপ্তাহ থেকে লোক সংগীতে জাতীয় পুরস্কার পান। কিন্তু অভাবী ঘরে জন্ম গ্রহন করে কোথাও তেমন কোন নিজেকে মেলে ধরতে পারেনি।

গত বছর, ২০২২ সালে সুযোগ আসে তার বন্ধু সাগর মন মিন্টুর (মালয়েশিয়া প্রবাসী) মাধ্যমে ইউটিউব চ্যানেলে গান করার। সে থেকে আজ অবধি প্রায় ১২ টি গান রিলিজ হয়েছে, কিন্তু গানে তেমন কোন সাড়া পায়নি।তবে এ গানটি নিয়ে জসীমের সাথে কথা বললে সে অনেক দুঃখের সাথে জানায় যে, মায়ার পাখি,,গানটি হতে পারে তার শেষ গান। গানটি নিয়ে গানের গীতিকার সুরকার এমদাদুল হক সুজন ও বলেন গানটি জসীম গেয়েছে মন প্রান উজাড় করে। ইতিমধ্যে সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মায়ার পাখি গানটি। ভক্তদের ভালোবাসায় জসীমের জীবনের চাকা হয়তো ঘুরিয়ে দিবে মনে করছেন গান প্রিয় মানুষেরা। তার চ্যানেলের নাম,,সং সি এম,,ইউটিউব।(২৯আগস্ট)শুক্রবার বিকাল ৪ টায় গানটি রিলিজ হয়েছে।

জসীমের অনুরোধ যশোরের মণিরামপুর সহ দেশ বিদেশের সকলকে গানটি শোনার জন্য। আমি যেনো অভিমানে সংগীত থেকে হারিয়ে না যায়।