সুপার স্টার শাকিব খানের সঙ্গে শবনম বুবলীর বিয়ে ও সন্তানের খবর প্রকাশের পর তীব্র চলছে ঢালি পাড়ায় সমালোচনা। এর মধ্যে শাকিব খান নিয়ে বর্তমান সময়ের জনপ্রিয় পরিচালক রায়হান রাফি ‘প্রেমিক’ নামের একটি সিনেমা ঘোষণা দেন। কিন্তু সিনেমায় কোনো নায়িকা কাজ করতে চাইছেন না!
আরোও পড়ুন:
আদিতমারীতে ইউপি সদস্যের বিরুদ্ধে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার টাকা আত্মসাতের অভিযোগ
বোয়ালমারীতে চাঁদা না দেওয়ায় কাঠমিস্ত্রীকে মারধর
তবে কয়েকদিন আগে গুঞ্জন উঠেছিল ‘প্রেমিকা’- এর প্রেমিকা হবেন তানজিন তিশা। কিন্তু তিশা এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি অস্বীকার করেছেন। বলেছেন, এটি গুজব। এধরনের কিছু হলে তিনি জানাবেন। তিশার এমন বক্তব্যের পর ছবি সংশ্লিষ্ট একটি সূত্র বলছে, তারা নাজিফা তুষি, সামিরা খান মাহিসহ বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছেন।
কিন্তু কেউই শাকিব খানের সঙ্গে আপাতত কাজ করবেন না বলে জানাচ্ছেন। ইস্যু ‘বুবলিকে বিয়ে ও সন্তান’ নিয়ে ইমেজ সংকট। ‘প্রেমিক’ ছবিটি নির্মিত হবে টপি খান ও শাকিব খানের প্রযোজনায়। টপি খান গণমাধ্যমের কাছে বিষয়টি হাস্যকর বলে দাবি করেছেন।
তিনি বলেন, শাকিব খানের নায়িকা পাওয়া যাচ্ছে না, এটা হয় নাকি। আমরা এখনও কারো সঙ্গে ছবিটির ব্যাপারে কথায় বলি নাই। আমাদের বর্তমানে গল্প লেখার কাজ চলছে। সামনের সপ্তাহ থেকে আমরা নায়িকাদের সঙ্গে কথা বলবো। তখন জানাতে পারবো কাকে নিয়ে কাজ করবো।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।