তৈয়বুর রহমান কিশোর, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের কদমী গ্রামে চাঁদা না দেওয়ায় কাঠমিস্ত্রী উত্তম অধিকারী (৩২) ও তার স্ত্রী শিখা অধিকারীকে (২৫) মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় উত্তম অধিকারী বাদি হয়ে গত কৃহস্পতিবার কৃষ্ণ গাইনকে (৩০) প্রধান করে ৬ জনের নামে থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বিভিন্ন অনুষ্ঠান আসলে আসামিরা কাঠমিস্ত্রীর কাছে চাঁদা চায়। চাঁদার টাকা না দিলে তাকে মারধর করে।

গত ৬ অক্টোবর সকালে আসামিরা উত্তম অধিকারীর বাড়িতে গিয়ে চাঁদা চায়। চাঁদার টাকা দিতে পারবে না বললে আসামিরা তাকে মারধর করে। এ সময় উত্তমের স্ত্রী ঠেকাতে আসলে আসামিরা তার স্ত্রীকে মারধর করে এবং গলায় থাকা ১০ আনার স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়।

অভিযুক্ত কৃষ্ণ গাইন বলেন, তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা। অভিযোগ তদন্তকারী কর্মকর্তা ডহরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. কবির হোসেন বলেন, অভিযোগ তদন্ত করছি। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।