শিশু শিল্পী থেকে বর্তমানে বড় পর্দায় নায়িকা হিসেবে পদার্পণ করেছেন প্রার্থনা ফারদিন দীঘির। তবে মাঝে মাঝে সামাজিকমাধ্যমে বুলিংয়ের শিকার হতে হয় তাকে। তারপরও থেমে থাকেননি; একের পর এক কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

আরো পড়ুন: নওগাঁর বদলগাছীতে গলায় ফাঁস দিয়ে গৃহবধুর আত্মহত্যা

সাংবাদিকদের সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর গোলটেবিল বৈঠক

 

গত রোববার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় নিতু’স বিউটি ফ্লাই মেকওভার স্টুডিও এন্ড ফ্যাশনের পূজার ফটোশুটে অংশ নেন দীঘি। গৌতম সাহার কোরিওগ্রাফিতে ক্যামেরায় ছিলেন মেহেরাব। দীঘির সঙ্গে এ ফটোশুটে আরও অংশ নেন শিশু মডেল নীভান ফারহান। নিতু’স বিউটি ফ্লাই মেকওভার স্টুডিও এন্ড ফ্যাশনের কর্ণধার মোমতাহিনা রহমান নিতু বলেন, আগামী ৩০ সেপ্টেম্বর নিতু’স বিউটি ফ্লাই মেকওভার স্টুডিও এন্ড ফ্যাশন এর যাত্রা শুরু করবে।

দেশের জনপ্রিয় তারকাদের নিয়ে এর আনুষ্ঠানিক উদ্ধোধন করা হবে। কাজটি করে উচ্ছ্বসিত দীঘি বলেন, প্রথমবার প্রতিষ্ঠানটির সঙ্গে কাজ করলাম। এখানকার মেকআপ আমার কাছে ভালো লেগেছে। সম্প্রতি ‘শেষ চিঠি’ দিয়ে ওটিটি প্ল্যাটফর্মে পা রাখেন দীঘি। সুমন ধর পরিচালিত এই ওয়েব ফিল্মের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি। এটি মুক্তির পর অভিনয়ে প্রশংসা কুড়ান দীঘি।