ঢাকাই ছবির সুপার স্টার হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তার ঘনিষ্ঠ একটি সূত্র।
আরো পড়ুন: ভাংগায় শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উপলক্ষে ছাত্র লীগের আনন্দ মিছিল
রহিমাকাণ্ডে মেয়ে মরিয়মের দিকে সন্দেহের তীর
প্রথমবার আকাশে উড়ল বিদ্যুৎচালিত যাত্রীবাহী বিমান
গতকাল বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকেই অসুস্থ বোধ করছিলেন এই নায়ক। শরীরের রক্তচাপ কমে যাওয়ায় চিকিৎসক তাকে বেড রেস্টে থাকতে হচ্ছে বলে জানিয়েছে সূত্রটি। সুত্রে জানা গেছে, হঠাৎ করেই শাকিব খান অসুস্থ হয়ে পড়েছেন। যার ফলে তাকে বিশ্রামে থাকতে হবে। এই সময় তিনি বাসা থেকে অন্য কোথাও যাচ্ছেন না। আপাতত কিছুদিন তিনি বিশ্রামে থাকবেন।’
এদিকে, দীর্ঘ ১১ মাস পর ১ অক্টোবর থেকে ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমার মাধ্যমে শাকিব খানের শুটিংয়ে ফেরার কথা ছিল। তবে শাকিবের অসুস্থতার খবরে শুটিং নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। সিনেমাটিতে শাকিবের বিপরীতে রয়েছেন চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।