![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/08/bdp.jpg)
গ্রিস থেকে দালালদের মাধ্যমে অবৈধ পথে ফ্রান্সে যাওয়ার সময় পথে এক বাংলাদেশি যুবকের প্রাণহানি। তার মরদেহ দুর্গম অঞ্চলে ফেলে রেখে দালাল চক্র পালিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার (১২ আগস্ট) সংবাদ সংস্থা ডয়চে ভেলে -এর এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, গ্রিস থেকে তিন লাখ টাকার বিনিময়েফ্রান্সে যাওয়ার সময় বাংলাদেশী যুবক তাপস সরকার প্রাণ হারান৷ টানা কয়েক দিন হাঁটার পর একপর্যায়ে তিনি ‘ব্রেইন স্ট্রোক’ করেন বলে ইনফোমাইগ্রেন্টসকে জানিয়েছেন তার বড় ভাই সুমন সরকার৷
বাংলাদেশের সুনামগঞ্জের বাসিন্দা তাপস সরকার ২০১৯ সালে ওমান, তুরস্ক হয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা শুরু করেছিলেন৷ সর্বশেষ গ্রিসে কয়েক মাস থাকার পর একটি দালাল চক্রের মাধ্যমে গ্রিস থেকে ফ্রান্সে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি৷
এজন্য দালাল চক্রকে বাংলাদেশের একটি ব্যাংকে দুই লাখ টাকা দেয়া হয়েছিল বলে জানান সুমন সরকার৷ আরও এক লাখ টাকা তাপস ফ্রান্সে পৌঁছানোর পর দেয়ার কথা ছিল৷ কিন্তু পথিমধ্যেই তার মৃত্যু হয়৷
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।