মনিরামপুর ১৪ নং দূর্বাডাঙ্গা ইউনিয়নবাসীর সকল বাসিন্দাদের জানানো যাচ্ছে যে আগামী ২৮, ২৯, ৩০ সেপ্টেম্বর  কোভিড ১৯ ভ্যাক্সিন (সিনোফার্ম) ১ম ডোজ ভ্যাক্সিন  প্রদান করা হবে।

২৮ তারিখে দূর্বাডাঙ্গা কমিউনিটি ক্লিনিকে ভ্যাক্সিন (সিনোফার্ম) এর ১ম ডোজ ভ্যাক্সিন  প্রদান করা হবে।

২৯, ৩০  সেপ্টেম্বর  ১৪ নং দূর্বাডাঙ্গা ইউনিয়ন পরিষদে  কোভিড ১৯ ভ্যাক্সিন (সিনোফার্ম) ১ম ডোজ ভ্যাক্সিন  প্রদান করা হবে।

বিঃদ্রঃ অবশ্যই কোভিড ১৯ ভ্যাক্সিন রেজিস্ট্রেশন  সম্পূর্ণ করে  রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে আনতে হবে।

আদেশক্রমেঃ
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
মনিরামপুর, যশোর।