কষ্টের সংসার, তাই খানিক সুখের আশায় পরবাসের জীবন বেছে নেওয়ার পরিকল্পনা করেছিলেন লটারিতে ২৫ কোটি রুপি জিতলেন অটো ড্রাইভার! ভারতের কেরালা রাজ্যের অটো ড্রাইভার অনুপ। ৩ লাখ রুপি ঋণের জন্যও আবেদন করেছিলেন।
মালয়েশিয়ার রাঁধুনি হিসেবে যাওয়ার পরিকল্পনার মাঝ পথেই এলো সুখবর। রবিবারই ২৫ কোটি রুপির ওনাম বাম্পার লটারি জিতলেন তিনি।
মজার বিষয় হলো শনিবারই লটারির টিকেটটি কেটেছিলেন অনুপ। আর রবিবারই হয়ে গেলেন কোটিপতি। কাগজে কলমে ২৫ কোটি টাকার লটারি জিতলেও হিসাব মতো করসহ অনান্যবাদ কাটার পর ১৫ কোটি টাকা হাতে পাবেন অনুপ।
টিকটককে টেক্কা দিতে নতুন ফিচার আনছে ইউটিউব
এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
তিনি বলেন, ‘ব্যাঙ্ককে ফোন করে জানিয়ে দিয়েছি যে আমার আর লোনের দরকার নেই। আমি মালয়েশিয়াও যাব না। এই টাকা দিয়ে পরিবারের জন্য আগে একটা বাড়ি বানাব। তার পর সব কিছু।’
২২ বছর ধরে লটারি কিনছেন অনুপ। পুরস্কারও পেয়েছেন দু-একবার, তবে সেই অর্থের পরিমাণ ৫০০০ রুপির বেশি নয়। তার ভাষায়, ‘আমি ভাবিনি লটারি জিতব, আমি টিভিতে লটারির ফলও দেখিনি। দেখলাম ফোনে মেসেজ এসেছে। দেখলাম আমি জিতেছি। আমি বিশ্বাস করিনি, আমার স্ত্রীকেও দেখালাম। সেই নিশ্চিত করল এটা বিজয়ী নাম্বার।’
সূত্র: এনডিটিভি
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।