রাকিব রিফাত,ইবি প্রতিবেদক: বাংলা চ্যানেল পাড়ি দিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থী। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল ৯ টা থেকে বিকাল সাড়ে ৩ টা পর্যন্ত টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে সেন্ট মার্টিন দ্বীপ পর্যন্ত মোট ১৬.১ কি.মি. সাঁতরে পাড়ি দেন তিনি। এতে সময় লাগে সাড়ে ছয় ঘন্টায়। বাংলা চ্যানেল পাড়ি দেওয়া ওই শিক্ষার্থীর নাম মুসা হাসেমী। মুসা বিশ্ববিদ্যালয়ের আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

এ বিষয়ে মুসা হাসেমী বলেন, ‘আমার ইচ্ছে ছিল ইসলামী বিশ্ববিদ্যালয়ের পতাকা ‘বাংলা চ্যানেল’ জয় করে জাতির সামনে তুলে ধরার। সেই চেষ্টা সফল হয়েছে বলে আমি মনে করি। এটা আমাদের ইবির অর্জন, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীর অর্জন। আগামীতে বিশ্ববিদ্যালয় থেকে বাংলা চ্যানেল সুইমিং এ অংশগ্রহণকারীর সংখ্যা আরো বৃদ্ধি পাবে বলে আমি মনে করি।’

জানা গেছে, ‘১৮তম বাংলা চ্যানেল সুইমিং’ প্রতিযোগিতায় মুসার স্পন্সর হিসেবে রয়েছে আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ অ্যালামনাই এসোসিয়েশন, হক ল’ একাডেমি, ইবির লালন শাহ হল এবং তা’দিলুল উম্মাহ একাডেমি। ‘ষড়জ অ্যাডভেঞ্চার’ ও ‘এক্সট্রিম বাংলা’র আয়োজনে এবারের আসরে দেশ-বিদেশের ৪৩ জন সাঁতারু অংশ নেয়।

উল্লেখ্য, এর আগে মুসা হাসেমী রাজশাহীতে ২০ কিলোমিটার পদ্মা নদীতে সুইমিং করেছেন। এছাড়া ক্যাম্পাসে সুইমিং বা সাঁতার কাটার জন্য পর্যাপ্ত সুবিধা না থাকায় ক্যাম্পাস থেকে ৩.৫ কিলোমিটার দূরে ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু উপজেলার পিয়ারপুর কুমার নদে নিয়মিত অনুশীলন করছেন।

এছাড়াও তিনি মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের উদ্দ্যেশ্যে ক্যাম্পাস-কুষ্টিয়া ২২ কিলোমিটার রান, খুলনা হাফ ম্যারাথন, রাজশাহী হাফ ম্যারাথন, সিরাজগঞ্জ হাফ ম্যারাথন প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট ইউনিট কাউন্সিল সভাপতি হিসেবে দায়িত্বরত রয়েছেন।