ইউক্রেনে রুশ অভিযানের কড়া নিন্দা জানিয়েছেন ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ। শুক্রবার এক বিবৃতিতে এই অভিযানকে তিনি ‘নৃশংস’ বলে দাবি করেন।
ন্যাটো মহাসচিব বেসামরিক নাগরিকদের ওপর রুশ বাহিনীর আক্রমণের নিন্দা জানান।
ইউক্রেনের পারমাণবিক কেন্দ্রে হামলা চালানো হয়েছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, এগুলো কেবল রাশিয়ার উন্মত্ততার প্রদর্শন। বিবৃতিতে যুদ্ধ বন্ধ এবং ইউক্রেন থেকে সেনা প্রত্যাহারে ওপর গুরুত্বারোপ করা হয়।
‘ন্যাটো রাশিয়ার সঙ্গে যুদ্ধ চায় না’ উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়, এই যুদ্ধে ন্যাটো কোনো অংশ নয়। তবে মিত্রদেশগুলো রাশিয়ার ওপর নজিরবিহীন নিষেধাজ্ঞা বাস্তবায়ন করেছে।
সকল মিত্র দেশ রক্ষায় ন্যাটো অঙ্গীকারবদ্ধ উল্লেখ করে এতে বলা হয়, এই লক্ষ্যে ইউরোপের পূর্বাংশে বাহিনী মোতায়েন করা হয়েছে।
সূত্র: সিএনএন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।