এবার ফুটবল বিশ্বকাপের আসর বসছে মধ্যপ্রাচ্যেরব তেল সমৃদ্ধ দেশ কাতারে। দেশটি তাইওয়ানবাসীকে চীনের নাগরিক হিসেবে উল্লেখ করেছে।

এ সংক্রান্ত এক সমালোচনার জবাবে দোহা সাফ জানিয়ে দিয়েছে দেশটি বেইজিং-এর ‘এক চীন’ নীতির প্রতি সম্মান দেখিয়ে যাবে। মঙ্গলবার ভিসা আবেদন সংশ্লিষ্ট ওয়েবসাইটের জাতীয়তা অংশের তালিকায় তাইওয়ানের নাম ছিল না।

এর কারণ হিসেবে কাতারের এক কর্মকর্তা তাইওয়ানের নাগরিকদের চীনা হিসেবে বিবেচনা করা হবে বলে জানান। এরপর বুধবার ওয়েবসাইটে ‘তাইওয়ান, চীনা রাজ্য’ এই শব্দগুচ্ছ যুক্ত করা হয়।

সঙ্গে তাইওয়ানের পতাকা ব্যবহার করা হয়। কিন্তু ওই শব্দগুলোও তাইওয়ানের নাগরিকদের ক্ষুব্ধ করে। বুধবারই (১৫ জুন) তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জোয়ানে উ বলেন, আমাদের দেশকে খাটো করার চেষ্টা মেনে নেয়া যায় না।

তারা আয়োজকদের সঙ্গে যোগাযোগ করে অবিলম্বে বিষয়টি সংশোধনের চেষ্টা করছেন বলেও জানান তিনি।

তাইওয়ানের এই বক্তব্যের জবাবে কাতারের কর্মকর্তারা তাদের অবস্থানে অটল থাকার কথা ঘোষণা দিয়েছেন। সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট বলেছে, বিশ্বকাপ ফুটবলের কারণে চীনের ব্যাপারে কাতারের নীতিতে কোনো পরিবর্তন আসবে না।