পূর্ব ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত লুহানস্কের নোভোআইদার শহরের একটি হাসপাতালে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে ২৪ জন।

রাশিয়া বলছে, চিকিৎসা স্থাপনায় ইচ্ছাকৃত ক্ষেপণাস্ত্র হামলা, নিঃসন্দেহে ইউক্রেন সরকারের একটি গুরুতর যুদ্ধাপরাধ। এই অপরাধের পরিকল্পনা ও বাস্তবায়েন সাথে জড়িত সকলকে খুঁজে বের করে জবাবদিহি করা হবে বলে জানিয়েছে রাশিয়া।

তবে রাশিয়ার এই অভিযোগের বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে, সেনাবাহিনীকে আরো শক্তিশালী করতে যুদ্ধক্ষেত্রে নতুন আকাশ প্রতিরক্ষাব্যবস্থা নিযুক্ত করছে রাশিয়া। আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে আরো শক্তিশালী করতে অদূর ভবিষ্যতেই পান্টসির ক্ষেপণাস্ত্র যান যুদ্ধক্ষেত্রে পাঠানো হবে।