ইরানে সরকারের বিরুদ্ধে তিন দিনের বিক্ষোভ কর্মসূচির জন্য তৈরি হচ্ছিলেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। কিন্তু তার ঠিক আগে খাবারে বিষক্রিয়ার জেরে অসুস্থ হয়ে পড়লেন অন্তত ১২০০ ছাত্র।
একটি টেলিগ্রাম চ্যানেলে ইরানের জাতীয় ছাত্র সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, গত কয়েক দিনে খারাজ়মি, আর্ক বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্র বমি, দুর্বলতা, ব্যথা, এমনকি ঘোরের মধ্যে রয়েছেন। ছাত্রদের অভিযোগ, রাষ্ট্রের বিরুদ্ধে তাদের প্রতিবাদী কণ্ঠস্বর থামিয়ে দিতে ষড়যন্ত্র করে এই বিষক্রিয়া ঘটানো হয়েছে। কর্তৃপক্ষের দাবি, জলবাহিত ব্যাক্টিরিয়ার জেরেই খাবারে এই বিষক্রিয়া।
কয়েক দিন আগে বিক্ষোভের আরও দুই কেন্দ্র অল-জ়াহরা ও ইসফাহান ইউনিভার্সিটি অব টেকনোলজিতেও একইভাবে খাবারে বিষক্রিয়ার জেরে অসুস্থ হয়ে পড়েন অনেকে। ক্যান্টিন থেকে এই সংক্রমণ ছড়িয়েছে বলে মনে করা হচ্ছিল।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।