হঠাৎই শিয়ালকোটের সেনাঘাঁটিতে একাধিক বিস্ফোরণ শোনা যায় বলে স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর। বিস্ফোরণের জেরে অস্ত্রাগারে আগুন ধরে যায়।

জোরালো বিস্ফোরণে কেঁপে উঠল উত্তর পাকিস্তানের শিয়ালকোট শহর। বিস্ফোরণটি পঞ্জাব প্রদেশের সেনা ক্যান্টনমেন্টের কাছে হয়েছে বলে মনে করা হচ্ছে।

https://twitter.com/hitfitahlawat/status/1505422984512638982?s=20&t=YdBQwW82INXnNqVJf9hSgQ

স্থানীয় সূত্রে দাবি করা হচ্ছে, সিয়ালকোটে সেনাঘঁটিতে এই বিস্ফোরণ হয়েছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, বিস্ফোরণের ফলে সেনাঘাঁটির অস্ত্রাগারে আগুন ধরে যায়। প্রচণ্ড আওয়াজ এবং তার সঙ্গে আগুনের হলকা বেরিয়ে আসতে দেখেন স্থানীয়রা।

স্থানীয় সংবাদপত্রের দাবি, ভুলক্রমে ছোড়া কোনও ক্ষেপণাস্ত্র থেকে এই বিস্ফোরণগুলি ঘটে থাকতে পারে। স্থানীয় সাংবাদিক ঋষি সুরি টুইটে লেখেন, ‘স্থানীয় শিয়ালকোট ক্যান্টনমেন্ট এলাকায় প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে সেনার অস্ত্রাগারে আগুন ধরে গিয়ে থাকতে পারে। কারণ এই এলাকাতেই সেনার অস্ত্রাগারটি রয়েছে। বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট নয়।’

তথ্যসূত্র: আনন্দবাজার