গ্রাহকদের সর্বাধিক স্বস্তি দিতে সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছেন পাকিস্তানের সরকার। গতকাল বৃহস্পতিবার (১৪ জুলাই) জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে জ্বালানির দাম কমানোর ঘোষণা দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
জাতির উদ্দেশে ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, সরকার ক্ষমতায় আসার পর পেট্রোলের দাম বাড়িয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত পূরণ করতে। পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) নেতৃত্বাধীন সরকারও এতে সম্মত হয়েছিল। বর্তমানে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম কমছে।
তাই সরকার জনগণকে স্বস্তি দিতে পেট্রোল লিটারে ১৮ দশমিক ৫০ ও ডিজেলে ৪০ দশমিক ৫৪ রুপি কমানোর সিদ্ধান্ত নিয়েছে। দাম কমার পর পাকিস্তানে পেট্রোলের নতুন দাম হবে ২৩০ রুপি ২৪ পয়সা। ডিজেল বিক্রি হবে ২৩৬ রুপিতে। পেট্রোলিয়াম পণ্যের ওপর শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত থেকেও সরে এসেছে পাকিস্তানের বর্তমান সরকার।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।