শ্রীলঙ্কায় চলমান অর্থনৈতিক সংকটে কেবল নিত্যপ্রয়োজনীয় পণ্যদ্রব্যের মূল্যই বাড়েনি, ব্যাপক হারে বেড়েছে চুরি, ডাকাতি এবং সিঁধ কেটে চুরির ঘটনা।পুলিশের সর্বশেষ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত বছরেরর তুলনায় চলতি বছরের প্রথম চার মাসে দেশটিতে চুরি-ডাকাতির সংখ্যা অতি দ্রুত বৃদ্ধি দেখা যাচ্ছে। বৃহস্পতিবার (৯ জুন) শ্রীলঙ্কার সংবাদমাধ্যম দ্য ডেইলি মিরর এই খবর প্রকাশ করেছে।
পিরিয়ডের অভিজ্ঞতা পুরুষদেরও হোক: টুইঙ্কেল
পুলিশের প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালে সারাদেশে ১৪৩১২টি ডাকাতি এবং চুরি সংক্রান্ত ঘটনার অভিযোগ পাওয়া গিয়েছিল। কিন্তু চলতি বছরের প্রথম চার মাসেই ৪৮৫৩টি অভিযোগ পাওয়া গেছে। গত বছর দেশের বিভিন্ন পুলিশ স্টেশনে ২২৬৩টি ডাকাতির ঘটনার অভিযোগ জমা পড়েছিল। যার মধ্যে ছিনতাই এবং ব্যাংক ডাকাতির অভিযোগও ছিল। এসব অভিযোগের ১৫২৭টির নিষ্পত্তি হয়েছে।
আর চলতি বছরের প্রথম চার মাসে ৯৪৮টি ডাকাতরি ঘটনার অভিযোগ পাওয়া গেছে। গত বছরের প্রথম চার মাসের তুলনায় যা অনেক বেশি (প্রায় ২০০ ঘটনা বেশি)। অন্যদিকে গত বছর সারাদেশের পুলিশ স্টেশনে সিঁধ কেটে চুরির ঘটনার ৬৮৪০টি অভিযোগ পড়েছিল। আর প্রথম চার মাসে অভিযোগ পড়েছিল ৮২১টি। সেখানে চলতি বছরের প্রথম চার মাসে অভিযোগ পড়েছে ২২২৪টি।
নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ব্র্যাক
পুলিশ বলেছে, তারা ৩৬৭০টি অভিযোগের নিষ্পত্তি করেছে। যা মোট অভিযোগের ৫৪ শতাংশ। গত বছরের চুরির অভিযোগের মধ্যে ৭০টিতে গাছ লাগানোর জিনিসপত্র চুরির অভিযোগ ছিল, যার মূল্য ২৫ হাজার শ্রীলঙ্কান রুপির কিছু বেশি। এ ছাড়া ৩৭৯টি গবাদিপশু চুরির অভিযোগ পড়েছিল। আর চলতি বছরের প্রথম চার মাসে ১২টি গাছ লাগানোর জিনিসপত্র এবং ১৬৯টি গবাদিপশু চুরির অভিযোগ পড়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।