ইউক্রেন যুদ্ধ ২০৩০ সাল পর্যন্ত চলতে পারে বলে মন্তব্য করেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। রোববার (১৮ সেপ্টেম্বর) ফ্রি রেডিও ইউরোপের বরাত দিয়ে রুশ সংবাদ মাধ্যম তাস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
হাঙ্গেরির প্রধানমন্ত্রী অরবান এক সপ্তাহ আগে তার ক্ষমতাসীন ফিডেজ পার্টির সঙ্গে রুদ্ধদার বৈঠকে এ কথা বলেন। সম্প্রতি ওই কথোপকথন সংবাদমাধ্যমে ফাঁস হয়। তিনি আরও বলেন, ইউক্রেনের সংকট স্থানীয় সংঘাত হিসেবে শুরু হলেও পশ্চিমাদের সম্পৃক্ততা এটিকে বৈশ্বিক সংকটে পরিণত করেছে।
সম্প্রতি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের অনেক জায়গায় ফের আক্রমণ শুরু করেছে রুশ বাহিনী। রুশ বাহিনী খেরসন, মাইকোলাইভ, খারকিভ এবং দোনেৎস্ক অঞ্চলে হামলা শুরু করেছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।