ওয়াটারএইড বাংলাদেশ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের বাংলাদেশে চলমান প্রকল্পের জন্য লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদ- প্রোগ্রাম অফিসার
পদের সংখ্যা: নির্ধারিত না।
আবেদন যোগ্যতা: সোশ্যাল/ এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বা সমমান বিষয়ে মাস্টার্স পাস। সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে দুই বছরের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। চাপ সামলে কাজ করার সক্ষমতা ও নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার মানসিকতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। প্রেজেন্টেশন, ফ্যাসিনেশন, কমিউনিকেশন সংক্রান্ত বিষয়ে জানাশোনা থাকতে হবে। ওয়াশ, ডিজাস্টারসহ বিভিন্ন বিষয় মনিটরিং করার সক্ষমতা থাকতে হবে। মাঝে মধ্যে প্রজেক্টের প্রয়োজনে ঢাকার বাইরে যাওয়ার প্রয়োজন হতে পারে।

যেভাবে আবেদন করবেন:
সিভি পাঠাতে হবে হেড অব পিপল অ্যান্ড অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট, ওয়াটার এইড বাংলাদেশ, হাউজ ৯৭/বি, রোড ২৫, ব্লক এ বনানী, ঢাকা ১২১৩ বরাবর।
বেতন ও সুযোগ সুবিধা:
বেতন ৫৮৭০০-৬৮০০০ টাকা। এছাড়াও সপ্তাহে ৩৭.৫ ঘণ্টা কাজ। মোবাইল বিল ও স্বাস্থ্য বিমার সুবিধা।
শেষ তারিখ:
১১ জানুয়ারি, ২০২২ ।