সারা দিনের কাজ শেষে রাতে ঘুমাতে চান না এমন মানুষ হয়তো নেই। তবে এই শান্তির রেশ কেটে যায় ঠিক সকাল হলেই। কর্মব্যস্ত জীবনে ফেরার এই প্রচেষ্টায় অনেকটাই বাদ সাধে সকালে ঘুম থেকে উঠতে না চাওয়ার ইচ্ছাটাই।

অনেকেই এই সমস্যা থেকে মুক্তি পেতে ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখেন। কিন্তু অ্যালার্মের শব্দ কান পর্যন্ত পৌঁছালেও তা বন্ধ করে আবার ঘুমিয়ে পড়েন অনেকে। আর এই বদঅভ্যাসটি ত্যাগ করতে হলে কিছু কাজ নিয়মিত করতে হবে। এতে করে যে কেউ একটি সুন্দর সকাল উপভোগ করতে পারবেন। কাজে যেতে পারবেন পুরোপুরি প্রস্তুতি নিয়ে। আর তাই সকালে ঘুম থেকে উঠার সহজ কিছু উপায় জানা দরকার। চলুন জানা যাক-

প্রথমেই যে অভ্যাসটি আপনার করতে হবে তাহলো তাড়াতাড়ি রাতে ঘুমাতে যাওয়ার অভ্যাস। রাতে দেরি করে ঘুমাতে গেলে সকাল পর্যন্ত ঘুমের পরিমাণ কম হয়। যার কারণে অ্যালার্ম শোনার পরও সকালে আপনি ঘুম থেকে উঠতে দেরি করেন।

চেষ্টা করতে হবে ঘড়ির অ্যালার্ম বিছানা থেকে দূরে রাখতে। দূরত্বটা এমন হবে যাতে অ্যালার্ম বন্ধ করতে আপনাকে একটু হাঁটতে হয়। হাঁটার কারণে আপনার ঘুমের ঘোর সহজেই কেটে যাবে।

এতেও যদি ঘুমের ঘোর না কাটে তবে বারান্দায় বা জানালার সামনে চলে যান নীল আকাশ দেখতে। নীল আকাশের সৌন্দর্যে বিমোহিত হয়ে আপনার ঘুমের ঘোর কখন যে কেটে যাবে।

আকাশের সৌন্দর্যের পাশাপাশি ভোরের মিষ্টি ও সতেজ বাতাসও আপনার ঘুম ভাঙানোর কাজে লেগে যাবে। এছাড়া এ সময় পছন্দের কোনো গান মৃদু আওয়াজে বাজিয়ে শুনতে পারেন। এতেও আলস্য কেটে গিয়ে সকালে তাড়াতাড়ি আপনার ঘুম ভাঙাতে সাহায্য করবে।