পদ্মা সেতুর কাজ সম্পন্ন হওয়ায় সারাদেশের মানুষ খুশি হলেও বিএনপি ও তার দোসরদের বুকে বড় জ্বালা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির দেখানোর মতো কোনো অর্জন নেই। বুধবার (২৫ মে) সকালে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

বিএনপি নেতাদের সমালোচনা করে কাদের বলেন, আপনাদের নেত্রী বলেছিল পদ্মা সেতু আর হবে না। হয়ে গেছে পদ্মা সেতু। অপেক্ষা করুন, সামনে আসছে তরুণ প্রজন্মের ড্রিম প্রোজেক্ট মেট্রোরেল।

চট্টগ্রামেও ফিজিবিলিটি স্টাডি হচ্ছে। দক্ষিণ এশিয়ার নদীর তলদেশে একমাত্র টানেল। শেষ পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্ণফুলী টানেল। আর কত দেখবেন? নিজেদের তো দেখানো কিছু নেই।

হাওয়া ভবনের লুটপাট দেখাবেন, ৫ বার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন দেখাবেন, অর্থপাচারের অভিযোগে দণ্ডিত পলাতক আসামি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এতিমের টাকা আত্মসাৎকারী আপনাদের চেয়ারপারসন দেখাবেন। তাদের কীর্তি দেখাবেন, কী কীর্তি আছে?

ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ‘কাজী নজরুল ইসলাম অসম্প্রদায়িক মানবতাবাদী চেতনার ধারক ও বাহক ছিলেন।’

তিনি বলেন, ‘তাঁর গান আমাদের মুক্তিযুদ্ধে অনুপ্রেরণা জুগিয়েছে। বাংলাদেশে আজও সাম্প্রদায়িকতার শাখা-প্রশাখা আছে। সেই শাখা-প্রশাখাকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িকতা বিষবৃক্ষ উৎপাটন করে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে হবে।’