তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্বজুড়ে জ্বালানি সংকট তৈরি হয়েছে। স্বাভাবিকভাবেই বাংলাদেশেও এর প্রভাব পড়ায় জ্বালানি সাশ্রয়ের অনুরোধ করা হয়েছে। বিদ্যুৎ-জ্বালানি নিয়ে বিএনপির সমালোচনা মানায় না।

সড়ক দুর্ঘটনা এড়াতে ভিন্ন ধর্মী প্রচারণা হাবিপ্রবির দুই শিক্ষার্থীর

বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। গতকাল বুধবার (৬ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সাশ্রয়ের আহ্বান জানানোর পর যারা সমালোচনা করছেন,

তারা সব বিষয়েই অকারণে সমালোচনা করে থাকেন বলেও জানান তিনি। তথ্যমন্ত্রী বলেন, বিএনপির সময় যেখানে বিদ্যুৎ-জ্বালানির সংকটে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলন হয়েছে, সেখানে তাদের মুখে এ নিয়ে সমালোচনা মানায় না।

বরং বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর যে আহ্বান, সেটি বাস্তবায়নে বিএনপির ভূমিকা রাখা উচিত।