রাকিব রিফাত, ইবি
জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি কর্মসূচির অংশ হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নানা কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (২ জুলাই) জুলাই শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বাদ আছর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী, প্রক্টর প্রফেসর ড. মোঃ শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. মোঃ ওবায়দুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক-কর্মকর্তা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ইবি শাখার নেতৃবৃন্দ। মোনাজাত পরিচালনা করেন থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী।

বিকাল সাড়ে তিনটার দিকে ভিসি কার্যালয়ে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ জুলাই অভ্যুত্থানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আহত শিক্ষার্থীদের চেক হস্তান্তর করেছেন। ভাইস চ্যান্সেলর তাঁর ব্যক্তিগত ফান্ড থেকে এ অর্থ প্রদান করেন।

এছাড়াও বিকালে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে। ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভবনের সামনে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ জুলাই শহীদদের স্মরণে বৃক্ষরোপন করেন। থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী, প্রক্টর প্রফেসর ড. মোঃ শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. মোঃ ওবায়দুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক-কর্মকর্তা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ইবি শাখার নেতৃবৃন্দ।