বিরামপুর (দিনাজপুর)প্রতিনিধি- দিনাজপুরের বিরামপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বাবুল হোসেন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

নিহত বাবুল হোসেন বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নের বড়খুর (হরিল্লাখুর) গ্রামের মৃত আঃ গফুর হোসেনের ছেলে। শনিবার (২৬ মার্চ) বিকেল ৪ টার দিকে এই ঘটনা ঘটে। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়,নিহত বাবুল হোসেন ছিলেন পেশায় কৃষক ছিলেন। তার নিজ বাড়ীতে বিদুৎতের কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হন। এসময় স্থানীয়রা ও পরিবারের লোকজন গুরুতর অবস্থায় তাকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ শাহারিয়ার ফেরদৌস হিমেল তাকে মৃত ঘোষণা করেন।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলার দিওড় ইউনিয়নের বড়খুর (হরিল্লাখুর) গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বাবুল হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিরামপুর থানায় একটি (UD) মামলা দায়ের করেছে থানা পুলিশ। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নিহত যুবকের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।