বেনাপোল বন্দরের ট্রাক টার্মিনালে ব্লিচিং পাউডার ভর্তি ট্রাকে আগুন লেগে ৩ টি ভারতীয় ট্রাক পুড়ে গেছে।
শুক্রবার (১৫ এপ্রিল) ভোরে বেনাপোল বন্দরের টিটিবির মাঠে এ ঘটনা ঘটেছে।
বন্দরের নিরাপত্তারক্ষীরা জানায়, হঠাৎ তারা দেখতে পান ভারতীয় ট্রাকে আগুন জ্বলছে। ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছানোর আগেই পাশাপাশি থাকা ব্লিচিং পাউডার ভর্তি ৩ টি ভারতীয় ট্রাক পুড়ে যায়।
বেনাপোল বন্দরের কর্মকর্তা মামুন তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ৫ মাস আগে ব্লিচিং পাউডার ভর্তি ভারতীয় একটি ট্রাক আগুন লেগে সম্পূর্ণ পুড়ে যায়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।