মাগুরা প্রতিনিধিঃ মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বিনোদপুরে নসিমনের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে।
শনিবার (১৯ মার্চ) উপজেলার বিনোদপুর ইউনিয়নের ভাবনপাড়া এলাকায় সকাল সাড়ে ১০ ঘটিকার দিকে অবৈধ নসিমনের ধাক্কায় মোছাঃ আরিশা আক্তার (০৩) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। নিহত আরিশা আক্তার মাগুরা সদরের ধর্মদা গ্রামের মোঃ আক্তার হোসেনের মেয়ে বলে জানা গেছে। সে নানার বাড়ি বিনোদপুরে বেড়াতে এসে নসিমনের ধাক্কায় নিহত হয়েছে।
এলাবাসীর দাবি,
আর কত লাশ হলে, আর কত দূর্ঘটনা ঘটলে অবৈধ গাড়ির দৌরাত্ম থামবে? যথাযথ কর্তৃপক্ষের নিকট তাদের আবেদন রাস্তায় যেসব অবৈধ গাড়ি চলে এগুলো বন্ধ হোক। তা না হলে এভাবে আরও অনেক জীবন অকালে ঝরে যাবে।
পরিবার সূত্রে জানা যায়, আরিফা সকালে নানা বাড়ির পাশের দোকানে গিয়েছিল চকলেট কিনতে। চকলেট কিনে আর খেতে পারেনি আরিশা। রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির নসিমন গাড়ি তাকে ধাক্কা দিয়ে চলে যায়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব মোঃ ইকরাম হোসেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।