মাদারীপুরের শিবচরে ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় লালমিয়া তালুকদার (৬৭) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার (২৫ ডিসেম্বর) রাত ৮টার দিকে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেস ওয়ের শিবচরের মাদবরেরচর ইউনিয়নের মোল্লার বাজার নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত লালমিয়া উপজেলার দক্ষিণ চরজানাজাত এলাকার রনাই তালুকদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যায় স্থানীয় একটি ওয়াজ মাহফিলে আসেন লালমিয়া তালুকদার। রাত ৮টার দিকে তিনি এক্সপ্রেস ওয়ের এক পাশ দিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। এসময় দ্রুতগতির অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে এক্সপ্রেস ওয়ের বেশ কয়েকটি গাড়ি তার উপর দিয়ে গেলে তার দেহে থেকে হাড় মাংস আলাদা হয়ে ছিন্ন ভিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা ৯৯৯ এ ফোন দিয়ে বিষয়টি জানায়। খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।