নেত্রকোনার কলমাকান্দায় মুজিবুর রহমান (২২) নামের এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার লেংগুরা ইউনিয়নের গৌরীপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
মুজিবুর রহমান দুর্গাপুর উপজেলার পূর্ব নওল্লাপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন।
পুলিশ জানায়, সোমবার সকাল ১০টার দিকে মুজিবুর বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হন। পরে আর বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পায়নি। পরে মঙ্গলবার দুপুরে লাশের খবর পেয়ে তাঁর বাবা আবুল কাশেম ছেলের লাশ শনাক্ত করেন।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল, কলমাকান্দা থানার ওসি মুহাম্মদ আব্দুল আহাদ খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে ওসি মুহাম্মদ আব্দুল আহাদ খান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।