সুন্দরগঞ্জ প্রতিনিধি, গাইবান্ধাঃ অবশেষে দীর্ঘ অপেক্ষার পর গ্রেফতার হলো লিমা হত্যার প্রধান পরিকল্পনাকারী শাকিলের বাবা শহিদুল ইসলাম (৪০)। গত ২০ ডিসেম্বর ঢাকা মিরপুর থেকে পুলিশের হাতে গ্রেফতার হয় অভিযুক্ত শহিদুল ইসলাম। মিরপুর থানা পুলিশ ও সুন্দরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার করতে সক্ষম হয় আসামিকে। পরে মিরপুর পুলিশ শহিদুল ইসলামকে সুন্দরগঞ্জ পুলিশের হাতে হস্তান্তর করে। সুন্দরগঞ্জ থানার তদন্ত অফিসার এম এ আজিজ তথ্যটি নিশ্চিত করেন গাইনবান্ধা কোর্টে হস্তান্তর করা হয়েছে এবং রিমান্ডের আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন সুন্দরগঞ্জ থানার তদন্ত অফিসার এম এ আজিজ।
অন্যদিকে শাকিলের পিতা শহিদুলকে গ্রেফতারের ফলে গ্রামবাসীর মাঝে বইছে আনন্দের ঢেউ। গ্রামবাসীরা সুষ্ঠু বিচারে দাবী জানান।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।