মোঃ আজিজুর বিশ্বাস, স্টাফ রিপোর্টার নড়াইলঃ
নড়াইল সদর পৌরসভার ২নং ওয়ার্ডের ভাটিয়া গ্রামের , হরিপদ বিশ্বাসের ছেলে মোঃ ইমাম হাসান রাজু (৪০) কে একই গ্রামের গোলাম রসুল, ছেলে জুয়েল রানা গ্রাম্য শালিশের মাঝে কথা কাটাকাটির একপর্যায়ে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যান। নব মুসলিম ইমাম হাসান ঘটনা স্থলে মারা যান। উক্ত ঘটনা খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং নিহত ইমাম হাসান রাজু কে মৃত অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে।
আরো পড়ুন…
- নড়াইলের লোহাগড়ায় কুখ্যাত সন্ত্রাসী কে কুপিয়ে হত্যা
- নড়াইলে এক সাংবাদিকের উপর অতকির্ত হামলা করেছে দূর্বৃত্তরা সাংবাদিক মহলের ক্ষোভ
স্থানীয় সূত্রে জানা যায়, উভয় পক্ষের মধ্যে গরু নিয়ে ঝগড়া বিবাদ হয়। এরই ধারাবাহিকতায় আজ গ্রাম্য সালিশের মধ্যে মীমাংসার শেষ পর্যায়ে উভয় পক্ষের মধ্যে বাক-বিতণ্ডার মাঝে জুয়েল রানা দেশীয় অস্ত্র দিয়ে ইমাম হাসান রাজু কে আঘাত করলে ঘটনাস্থলেই সে মারা যায়।
উল্লেখ্য নিহত ইমাম হাসান রাজু সনাতন ধর্ম হতে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। এ বিষয়ে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ শওকত কবির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন মৃতদেহ ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়ন আছে, পরিস্থিতি এখন শান্ত।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।