রংপুরের গংগাচড়া উপজেলার গজঘন্টা ইউনিয়নের মোঃ মোকলেছুর রহমান (৬৫) এর সাথে জমি নিয়ে একই এলাকার মোঃ মোক্তাকিন মিয়ার পরিবারের সাথে ঝগড়া বিবাদ সৃষ্টি হয়।
একসময় এই ঝগড়া বিশালকার ধারন করলে মোঃ মোক্তাকিন মিয়া (২২) তার দলবল নিয়ে মোঃ মোকলেসুর রহমান পরিবারের উপর আক্রমন করে এতে তার স্ত্রী সহ পরিবারের সকলে শারীরিক নির্যাতনের স্বীকার হয় এবং এক পর্যায়ে মোক্তাকিন ইসলাম তাদের উপর ছুরিকাঘাত করে এতে মোঃ মোকলেছুর রহমানে পিট বরাবর লাগে বিশাল ক্ষতের সৃষ্ট হয়। পরবর্তীতে মোক্তাকিন ইসলাম ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এরপর মোঃ মোকলেছুর রহমানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
এ বিষয়ে গংগাচড়া মডেল থানায় (০৬-০৭-২০২২) জিটি করেন বাদি মোঃ মোকলেছুর রহমান, পিতাঃ মৃত বাচ্চা মিয়া,সাং কিসামত হাবু গজঘন্টা গংগাচড়া,রংপুর এবং বিবাদিঃ মোঃ মোক্তাকিন ইসলাম, পিতাঃ মৃত আজিজার রহমান, সাং কিসামত হাবু, গজঘণ্টা, গংগাচড়া, রংপুর।
পলাতক মোক্তাকিন ইসলামকে খুজছে গংগাচড়া থানা পুলিশ। এবং আইনের আওয়াতায় আনার জন্য গংগাচড়া পুলিশ প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানায় বাদি মোঃ মোকলেছুর রহমান। এ বিষয়ে থানার ওসি (ভারপ্রাপ্ত) দুলাল মিয়া জানান আমরা আমাদের আইনের প্রক্রিয়া চলমান রাখছি অপরাধীকে দ্রুত বের করব বলে আশ্বাস দিয়েছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।