অপহরনের সাত দিন পর বগুড়ার ধুনটের এক স্কুল ছাত্রীকে নারায়নগঞ্জের আড়াই হাজার এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরণকারী দুই ভাইকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরের পর ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এর বুধবার (০৯ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে অভিযান চালিয়ে নারায়নগঞ্জের আড়াই হাজার এলাকা থেকে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার ও ঐ দুই অপহরনকারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পরানপুর গ্রামের চাঁন মিয়ার ছেলে তরিকুল ইসলাম (৩০) ও তার ছোট ভাই নবীর হোসেন (২৮)।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার ও মামলার এজাহারভুক্ত দুই আসামীকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত স্কুলছাত্রীর আদালতে দেওয়া জবানবিন্দ ও ডাক্তারী পরীক্ষার প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।