ইউক্রেন সংঘাতের জেরে রাশিয়া থেকে কয়লা আমদানি নিষিদ্ধসহ আট রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে জাপান। শুক্রবার (৮ এপ্রিল) জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।’
তিনি বলেন, রাশিয়া রোববার বেসামরিক মানুষ হত্যা এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়ে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করেছে। এগুলো ক্ষমার অযোগ্য যুদ্ধাপরাধ।
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর সঙ্গে সমন্বয় করে জাপান রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ অব্যাহত রেখেছে। জাপান ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী কিশিদা।
ভারত ও চীনের পর জাপান বিশ্বের তৃতীয় বৃহত্তম কয়লা আমদানিকারক দেশ। জাপানের মোট কয়লা আমদানির ১১ শতাংশ আসে রাশিয়া থেকে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।