র্যাবের অভিযানে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থেকে ৩০ কেজি গাঁজাসহ কাভার্ড ভ্যান উদ্ধার হয়েছে। বুধবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টায় র্যাব-৯ সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর কমান্ডার লেফটেন্যান্ট মোহাম্মদ নাহিদ হাসান এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে তার নেতৃত্বে র্যাব সদস্যরা হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার রানীকোর্ট এলাকায় অভিযান চালান। এ অভিযানে (ঢাকা মেট্টো-উ-১১-২১৩৪) নং কাভার্ড ভ্যান গাড়ী আটক করে তল্লাশি চালালে একটি বস্তায় ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাঁজা পাওয়ায় কাভার্ড ভ্যানটিও জব্দ করে অজ্ঞাতদের আসামি করে চুনারুঘাট থানায় মামলা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।