সাতক্ষীরা প্রতিনিধি: কালিগঞ্জের চাম্পাফুল ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বারদহা ইউসুফ ও চান্দুলীয়া গ্রামে সন্ত্রাসী কর্মকাণ্ডের কাজে ব্যবহৃত সরঞ্জাম বহনকালে আনারস প্রতীকের প্রার্থীর দুই সমর্থক আটক হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, চান্দুলীয়া গ্রামের আব্দুর রহিম ও সবুজ রাতে রাস্তার উপর পাহারারত অবস্থায় ছিল। বারদহা গ্রামের জনৈক ব্যক্তি মোটর সাইকেলে বস্তাবন্দি কিছু বহনকালে কি আছে জিজ্ঞেস করেন আব্দুর রহিম।
উত্তরে চালক বলেন আনারসের পোস্টার। পরে আরও একটি গাড়ি আসলে সন্দেহ হলে পাহারাদার তাদের আটকিয়ে ফেলে পুলিশকে সংবাদ দেয়।
এস আই হাসান ও তার সঙ্গীয় ফোর্স নিয়ে আসামী বারদহা গ্রামের শাহাবুদ্দিনের ছেলে তছলিম(৩৫) ও চান্দুলীয়া গ্রামের মৃত মাজেদের ছেলে হাসানকে আটক করে। এসময় বেলায়েত গাজীর ছেলে আদম পালিয়ে যায়।
এলাকাবাসী ধারণা করছে ইউনিয়নের প্রত্যেকটি কেন্দ্রে বিদ্রোহী প্রার্থী আব্দুল লতিফ মোড়লের হুকুমে তার কর্মী বাহিনী এ কাজ করছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।