মাগুরা প্রতিনিধিঃ
মাগুরার শালিখায় পুলিশের দূরদর্শিতার কারণে প্রায় ১০ কেজি গাঁজাসহ দেবাশীষ (২৪)নামে এক যুবক আটক হয়েছে।
৪ঠা অক্টোবর (সোমবার) শালিখা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তালখড়ি ইউনিয়নের দিঘলগ্রাম থেকে রাত অনুমান ৮.০০ ঘটিকার দিকে প্রায় ১০ কেজি গাঁজাসহ দেবাশীষ মন্ডল (২৪)কে আটক করে। এসময় আরো দুজন পালিয়ে যায় বলেও জানা গেছে। আটককৃত ব্যক্তি ঐ এলাকার দীঘল গ্রামের নারায়ণ মন্ডলের ছেলে।
এ ব্যাপারে শালিখা থানা সূত্রেও সত্যতা জানা যায়। আরো জানান তাঁদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে এবং আটককৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।