রাজশাহীতে বিআরটিএ অফিসের সামনে থেকে একটি বিদেশি ও একটি দেশি পিস্তলসহ রুবেল সরকার (২৩) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫ এর একটি দল।তার পিতার নাম বাবুল সরকার।
বুধবার (২৬ মে) দিবাগত রাত ১০ টায় নগরীর শাহমখদুম থানাধীন বিআরটিএ অফিসের মেইন গেট সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করে।
রাতেই র্যাব-৫ সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৬ মে রাত ১০টায় নগরীর শাহমখদুম থানাধীন বিআরটিএ অফিসের মেইন গেট সংলগ্ন এলাকায় অপারেশন পরিচালনা করে।
রুবেল সরকার (২৩) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব-৫। গ্রেফতারকৃত রুবেলের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, একটি ম্যাগাজিন এবং দুইটি এ্যামোনেশন উদ্ধার করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।